



স্বামীজীর জন্মদিনে মূর্তিতে মাল্যদান করলেন মেয়র ফিরহাদ হাকিম
আজ ১২ ই জানুয়ারি। মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তরুণ প্রজন্মের আদর্শ স্বামী বিবেকানন্দ কে তাঁর ১৬২ তম জন্মদিন শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চেতলা পার্কে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাল্যদান করে শ্রদ্ধা জানান আরো অনেকে । আজ এই বিশেষ দিনেই সকাল থেকে সুজিত বসু সহ বিভিন্ন জনের বাড়িতে চলছে ইডি অভিযান। মেয়র জানান ওনার বাড়িতে ও রেড হয়েছিল কিন্তু তাতে ওনারা ভীত নন। তিনি জানান –আমরা সততার পথে আছি, সততার পথে থাকবো। আমরা বাংলার মানুষকে সাথে নিয়েই থাকবো। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আর তাই একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। বিভিন্ন ভাবে বাংলার বদনাম করার চেষ্টা করছে।
