পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অপর্ণা-অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার ‘
বাস্তব জীবনে নয়,অভিনয় জীবনে বারবার প্রেমে পড়তে হয় অভিনেতা অভিনেত্রীদের। এবার প্রেমে পড়লেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। এর আগে মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায় এর ছবিতেও আইনজীবীর ভূমিকায় দেখা গেছে এই দুজনকে। তবে কোথাও জুটি বেঁধে কাজ করেননি। এই প্রথম বর্ষীয়ান দুই অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধে কাজ করতে চলেছেন।
আসছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন ছবি “এই রাত তোমার আমার”। আর এই ছবিতেই দেখা যাবে এই জুটিকে। জানা যাচ্ছে, দাম্পত্যের টানাপোড়েনের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবির গল্প। ছবিতে দেখা যাবে এক রাতের গল্প যেখানে ৩০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন এক রাতের সন্ধিক্ষণে এসে দাঁড়াবে। ভালোবাসা ও আক্ষেপের মিশেলেই এই গল্প।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। ছবিতে দেখা যাচ্ছে অপর্ণা সেন ও অঞ্জন দত্ত দুজনেরই চুলের রঙ সাদা-কালো মিলিয়ে। পোশাকেও শীতের আমেজ স্পষ্ট। অল্পবয়সীদের জন্য চূড়ান্ত রোম্যান্টিকতার গান— এই রাত তোমার আমার। আর এই নামেই আসতে চলেছে দুই বর্ষীয়ান অভিনেতা- অভিনেত্রী অভিনীত দীর্ঘ দাম্পত্য জীবনের গল্প।
Anita Das