



এক অসাধারণ ও ব্যাতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠান
উত্তোলিকায় অনুষ্ঠিত হল একটি ব্যাতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠান। কেক, চকোলেট থেকে শুরু করে শাড়ি, গয়না বিভিন্ন ধরনের দোকানের পসরা সাজানো ছিল এই প্রদর্শনীতে। কুকিং কম্পিটিশন থেকে ফ্যাশন শো কোনকিছুই বাদ পড়েনি এই অনুষ্ঠানে। রঙিন এই অনুষ্ঠান উপভোগ করেছে প্রত্যকেই। শুধু উপভোগ করেছে তাই নয়, প্রত্যকের চাওয়া যেন এই রকম অনুষ্ঠান তারা বারবার উপভোগ করতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, এরকম একটি অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে ঠিক কে কতটা আনন্দিত তা শুনবো ওনাদের মুখ থেকেই….
