২২জানুয়ারি কলকাতা
দক্ষিণ কলকাতার হেস্টিং শিবমন্দিরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে বিজেপি দক্ষিণ কলকাতা এস সি মোর্চার পক্ষ থেকে একটি প্রসাদ বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। দক্ষিণ কলকাতার হেস্টিং শিবমন্দিরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উদ্দেশ্যে বিজেপি দক্ষিণ কলকাতা এস সি মোর্চার পক্ষ থেকে একটি প্রসাদ বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।সকাল থেকে বহু হিন্দু রামভক্তদের নিয়ে শোভাযাত্রা করে। সকাল থেকে পূজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়, ভক্তরা সেখানে আনন্দের উৎসবে বাজি ফাটিয়ে তাদের আনন্দ প্রকাশ করে। এবং সেখানে বিজেপি দক্ষিণ কলকাতা এস সি মোর্চার সাধারণ সম্পাদক জন রাই এর উদ্যোগে প্রায় ১৫০০ জন ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছিল। সেই ভক্তদের মধ্যে শুধুমাত্র হিন্দু ভক্তরাই ছিল না বহু মুসলমান ভাই বোনেরাও অংশ গ্রহণ করেন। এবং জন রাই তিনি বলেন সন্ধ্যেবেলায় তারা একটি বৃহত্তর প্রদীপ অনুষ্ঠানের আয়োজন করবে।