



দীর্ঘ লড়াই শেষ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার
মারণ রোগের সাথে লড়াই চিরতরে শেষ হল। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলা মজুমদারের। আর তখন তিনি ১৬ বছরের কিশোরী।
একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে, মহীনের ঘোড়াগুলি, শংকর মুদি, পূজা, প্রতিবাদ এর মতো বহু উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেছেন। সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল তাকে। শুধু টলিউডে নয়, কাজ করেছিলেন বলিউডের নামজাদা তারকাদের সাথে ও। বাংলা ছায়াছবিতে তাঁর আর এক অন্য অবদান ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই এর বাংলা কন্ঠ দিয়েছিলেন তিনি। কাজ করেছিলেন ধারাবাহিকেও। অভিনেত্রীর শেষ কাজ কৌশিক গাঙ্গুলির ছবি ‘পালান ‘।
দীর্ঘ ৩ বছরের ও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর হার মেনে বিদায় নিলেন টালিগঞ্জের দাপুটে বর্ষীয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদার। টালিগঞ্জের নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য অভিনেত্রী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন —‘চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমি শোকাহত। বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি বড় ক্ষতি। আমরা তাঁর অনুপস্থিতি অনুভব করব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ‘ অভিনেত্রীর প্রয়ানে গোটা টলিপাড়া শোকস্তব্ধ।
Anita Das
