বিষয়: সারা ভারত আর্য মহাসভার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ।
সুধী গণমাধ্যম প্রতিনিধি মন্ডলী
সারা ভারত আর্য মহাসভা নির্বাচন কমিশনের স্বীকৃতি প্রাপ্ত একটি দল, যারা আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। যাদের নীতি, আদর্শ, চিন্তা ভাবনা অন্য রাজনৈতিক দলগুলোর চেয়ে ভিন্ন। ভিন্ন সেই দিক থেকে, যেগুলি মানুষের স্বার্থের পরিপন্থী। যা মানুষের সুখ আনন্দকে প্রতিদিন রক্তাক্ত করছে, সেগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে আমাদের পথচলা শুরু হয়েছে।
দলের প্রথম সংকল্প পত্রে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বা চিন্তা ভাবনার কথা আমরা সংক্ষেপে
জানিয়েছি। কিন্তু নির্বাচনে মানুষের রায় আমাদের আগামী দিনের পথ চলা নির্দিষ্ট করে দেবে। গণমাধ্যমের কাছে আমাদের একান্ত অনুরোধ এই নবনির্মিত রাজনৈতিক দলের ভবিষ্যৎ যাতে দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কাজ করতে পারে সেই পথে আপনাদের সহযোগিতা কামনা করি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
বিভাস অধিকারী
(জাতীয় সভাপতি) সারা ভারত আর্য মহাসভা