



পয়লা বৈশাখে প্রকাশিত হলো তিনটি নতুন আধুনিক গান
কে এস বি এস্থেটিস্ক মিউজিক লেভেল এর ডিজিটাল প্ল্যাটফর্ম শুভ উদ্বোধন হলো পয়লা বৈশাখে। এই সংস্থার মূল কর্ণধার হলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এবং ক্যালকাটা কয়ার এর প্রাণ পুরুষ কল্যাণ সেন বরাট। তিনি ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসের স্টুডিও তে এক সাংবাদিক সম্মেলনে জানালেন উঠতি শিল্পীদের বিকাশের একটি সোপান আমাদের এই কোম্পানি। বাংলার নতুন বছরে আমাদের এই পথ চলা শুরু হলো ডিজিটাল এর হাত ধরে। তিনটি গান আজ ডিজিটাল প্লাটফর্মে ও অডিও প্লাটফর্মে এলো সেই গুলো হলো সুরঞ্জনা চৌধুরী ও সঙ্গীতা চৌধুরী’র দ্বৈত কণ্ঠে একটি গান “মা ও মেয়ে” (গীতিকার- তরুণ সিনহা, সুর- কল্যাণ সেন বরাট) আর একটি গান কৌস্তভ সেন বরাটের কন্ঠে তার নিজের কথায় সুরে “বন্ধু” এবং তৃতীয় গানটি নববর্ষ কে আহ্বান জানিয়ে সঞ্জয় চক্রবর্তীর কথায়, কল্যাণ সেন বরাটের সুরে “প্রতিদিন থেকে আসা”। শিল্পী- সুরকার স্বয়ং।এই গানগুলো সবকটি মিউজিক ভিডিও আলবাম ও অডিও প্ল্যাটফর্ম।এই তিনটি গান পয়লা বৈশাখ থেকে ডিজিটাল এর ২৬ টা প্লাটফর্মে পাওয়া যাবে।
