



আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পড়াশুনাকে আরও সহজতর পথে চালিত করার উদ্দেশ্যে চালু হল সরোজিনী দামোদরন ফাউন্ডেশন বিদ্যাধন ছাত্র বৃত্তি ২০২৪। আবেদনকারীদের ২০২৪ সালে মাধ্যমিকে ৮০% নম্বর অথবা সিজিপিএ ৮ নিয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীদের ৬৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
নির্বাচিত ছাত্রদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের গ্রহণ করতে প্রতিবছর ১০০০০ টাকা করে দেওয়া হবে। যদি তারা ভালোভাবে অংশগ্রহণ করে তাহলে গ্রাজুয়েশনের জন্য ১৫০০০ থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। যোগ্য শিক্ষার্থীরা ১০ জুলাই পর্যন্ত এর আবেদন করতে পারবে।
