News United India

সাউথ কলকাতা আনন্দ নিকেতন হোম এক মানসিক প্রতিবন্দী স্কুল গত ১৯৯২ সাল থেকে কলকাতার ভবানীপুর অঞ্চলে কাজ করে যাচ্ছে

সাউথ কলকাতা আনন্দ নিকেতন হোম এক মানসিক প্রতিবন্দী স্কুল গত ১৯৯২ সাল থেকে কলকাতার ভবানীপুর অঞ্চলে কাজ করে যাচ্ছে । এখানে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ প্রশিক্ষক মনোবিজ্ঞানী, গান ,নাচ ,যোগ শিক্ষক দ্বারাই শিক্ষা দেওয়া হয়। এ ছাড়াও আছে ভোকেশনাল ট্ৰেনিং ইউনিট, ভ্রমণ, মেডিকেল চেক আপ এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম যেমন কর্মশালা সেমিনার অভিভাবক প্রশিক্ষণ ইত্যাদি..
এর মধ্যেই আজকের কর্মশালা হলো –“বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নৃত্যের গুরুত্বের উপর কর্মশালা”.. আমরা আজ এই কর্মশালায় কলকাতার ৭ টি স্কুল মোট ৫০ জন সকল বিশেষ ক্ষমতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের পেয়েছিলাম।
নাচের সমগ্র অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রী সত্যেন সুর ও ব্যক্তব্য রেখেছিলেন সমাজে প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন বর্ষিয়ান এক বিশেষ শিক্ষিকা মিসেস রাধা মেনন…
যিনি গত ৩০ বছর যাবৎ এই পেশায় যুক্ত আছেন।
এই সারাদিন ব্যাপি অনুষ্ঠানে একাধিক সমাজসেবী উপস্থিত ছিলেন।
ছাত্র ছাত্রীদের এই প্রচেষ্টা উপস্থিত সকলের প্রশংসা পেয়েছে যা আমাদেরও উৎসাহিত করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories