পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অপর্ণা-অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার ‘
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অপর্ণা-অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার ‘ বাস্তব জীবনে নয়,অভিনয় জীবনে বারবার প্রেমে পড়তে হয় অভিনেতা অভিনেত্রীদের। এবার প্রেমে পড়লেন অপর্ণা সেন ও অঞ্জন দত্ত। এর আগে মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায় এর ছবিতেও আইনজীবীর ভূমিকায় দেখা গেছে এই দুজনকে। তবে কোথাও জুটি বেঁধে কাজ করেননি।