News United India

কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ এর বিমানে বোম আতঙ্ক

কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারলাইন বিমানে বোম আতঙ্ক ভোর ৩.২৯am নাগাদ কলকাতা থেকে QR ৫৪১ যাত্রী কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল সেই জন্য বিমানে যখন ওই যাত্রী ওঠে তখন চিৎকার করতে থাকে বিমানে বোম আছে এরপরেই বিমানে থাকা অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এরপরেই গোটা বিষয়টি সিআইএসএফ কে জানানো হয় বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই যাত্রীসহ বাকি যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। যে যাত্রী বোম আতঙ্ক ছড়িয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোথা থেকে জানতে পারলেন বিমানে বোম আছে উত্তরে বলেন আমাকে একজন বলেছে।ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিল তার বাবা এর পরেই তার বাবার সাথে কথা বলে সিআইএসএফ আধিকারিকরা তার বাবা বলে একটি বিরল রোগে আক্রান্ত তার ছেলে সেই জন্য এরকম ঘটনা ঘটাতে পারে ইতিমধ্যেই ওই যুবকের মেডিকেল কাগজপত্র দেখানো হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ। যদিও এখনো পর্যন্ত বিমানটিতে তল্লাশি চালাচ্ছে সিআইএসএফ আধিকারিকরা পুলিশ কুকুর নিয়ে। যে যাত্রী ঘটনা ঘটেছে তার নাম মিস্টার জন জাভেদ কাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories