
হাইড্রোজেনের হদিস আগে পাওয়া গেলেও রয়েছে বিতর্ক –এখন ভরসা কি প্রজ্ঞান!
বিক্রম ও প্রজ্ঞানের উপর প্রচুর আশা ইসরো তথা সমগ্র ভারতবাসীর।চাঁদমামার বাড়িতে একটু একটু করে ঘুরে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে চন্দ্রযানের বড়সড় সাফল্যের কথা জানিয়েছে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। এবার হাইড্রোজেনের খোঁজে জোর তল্লাশি প্রজ্ঞানের। ইতিমধ্যেই ইসরো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে চাঁদে অক্সিজেন, অ্যালুমিনিয়াম,সিলিকন, ম্যাঙ্গানিজ,