কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ এর বিমানে বোম আতঙ্ক
কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারলাইন বিমানে বোম আতঙ্ক ভোর ৩.২৯am নাগাদ কলকাতা থেকে QR ৫৪১ যাত্রী কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল সেই জন্য বিমানে যখন ওই যাত্রী ওঠে তখন চিৎকার করতে থাকে বিমানে বোম আছে এরপরেই বিমানে থাকা অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এরপরেই গোটা বিষয়টি সিআইএসএফ কে জানানো হয় বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের