



কলকাতা: আজ ছিল বিজেপির মহামিছিল। এই মহামিছিলে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় ও মাফুজা খাতুন সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। গত ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের দেখা গিয়েছিল অন্য রূপ। ছাপ্পা ভোট থেকে শুরু করে ব্যালট বক্সের কাগজ খেয়ে ফেলার মতো দুর্নীতিমূলক কাজের ছবি দেখেছিল গোটা বাংলা। আর তারই প্রতিবাদ করতে নেমেছিল বিজেপি।
Report – Swarnalye Paul
