



হাতে গোনা আর কয়েক ঘন্টা সময়।রাত শেষ হলেই একুশে জুলাইয়ের শহীদ দিবস। এই সমাবেশ ঘিরে রয়েছে তৃণমূল কর্মীদের উৎসাহ,উদ্দীপনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চে সব রাজনৈতিক দলকেই আসার আহ্বান জানিয়েছেন। মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেক বছরই হয় বিপুল জনজোয়ার।সমাবেশে থাকবে প্রচুর পুলিশ। যে কোন পরিস্থিতিতে সাহায্যের জন্য থাকবে অ্যাম্বুল্যান্স।সঙ্গে চলছে একেবারে চূড়ান্ত মুহূর্তের সুরক্ষা প্রস্তুতি। স্নিফার ডগ এনে পুরো মঞ্চ তল্লাশি করে নেওয়া হচ্ছে যাতে কোন সমস্যা না হয়।মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় বিপুল কর্মী -সমর্থক।
Report – Anita Das
