
মহম্মদ শামি ভরসা—২৪০ রানে কি জিতবে ভারত?
২০০৩ এর পর ২০২৩– মাঝে ২০ টা বছর —বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে ও ব্যাটিং নয়, বোলিং এর সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। এই সিদ্ধান্ত ফের মনে করাল ২০০৩ এর সৌরভ গাঙ্গুলির সিদ্ধান্তকে। সেখানে গাঙ্গুলিও নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। তবে এবারে অজি অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক তা প্রমান করে দিল ভারতের দ্রুত উইকেট পতন।









