News United India

জুনের সামনের সপ্তাহে স্বস্তির আশা

জুনের সামনের সপ্তাহে স্বস্তির আশা

কলকাতা:আট থেকে আশি সবাই তীব্র গরমের দাপটে কাহিল। ঠিক সেই সময়ে এক টুকরো খুশির খবর শোনালো হাওয়া অফিস।তেজ ও বিপর্যয় আসতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহে।

বিশ্বের আবহাওয়া মডেল অনুযায়ী আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।বঙ্গোপসাগর ও আরব সাগরে জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে এই নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদিও ভারতের মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি। আপাতত মৌসম ভবন জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এর এই ঘূর্ণাবর্ত রবি-সোমবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। ৫ই জুন থেকে ৭ই জুনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। প্রভাব বাড়াবে পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। শেষ পর্যন্ত ৮-৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিশ্বের বিভিন্ন মডেলের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে “বিপর্যয়”। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ। তবে সেটি কোন অভিমুখে যাবে, তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

একই সঙ্গে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আরবসাগরে। দক্ষিণ আরবসাগরে ঘুর্ণাবর্ত তৈরি হতে পারে শনি-রবিবার নাগাদ। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৫-৭ জুনের মধ্যে। কেরল উপকূলের কাছাকাছি দক্ষিণ আরব সাগরে এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে, এমনই আপাতত শোনা যাচ্ছে। উপকূল বরাবর এটি মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। ৮ই জুন থেকে ১০ জনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূল বরাবর সমুদ্রেই অবস্থান করবে।এই ঘুর্ণাবতের নাম তেজ।

তবে এই দুই ঘুর্ণাবত ভারতে আছড়ে পড়লে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হবে বলে আশা রাখছেন আবহাওয়াবিদরা।

Report – স্নিগ্ধা ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories