News United India

পঞ্চায়েত ভোটেও পিঙ্ক বুথ -সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের

পর্যাপ্ত সরকারি পুরুষ কর্মীর অভাব।অভাব পূরণ করতে এবারে পঞ্চায়েত ভোটে বাদ পড়ছে না সরকারি মহিলা কর্মীরা ও।ভোট কর্মী র সংখ্যা কম হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। লোকসভা, বিধানসভা, পুরসভার পর এবার পঞ্চায়েত ভোট ও সামলাবেন তাঁরা। বুথ পরিচালনার দায়িত্ব থাকবে পুরোপুরি মহিলাদের উপর। কমিশন এই সব বুথগুলিকে পিঙ্ক বুথ হিসেবে চিহ্নিত করেছে।
মোট ৬৩ হাজার বুথে ১৬৩৯ টি মহিলা বুথ থাকছে নির্বাচনে। মুর্শিদাবাদে সব থেকে বেশি সংখ্যক মহিলা বুথ- ৫৪০টি।হুগলি তে২১০টি,মালদা ১২৩টি,বীরভূম ১৯০ টি,উত্তর দিনাজপুরে ৭টি,আলিপুর দুয়ারে ১২৬ টি,নদীয়া ১৫৪টি,পূর্ব বর্ধমান ২১৬টি।
একদিকে সরকারি পুরুষ ভোট কর্মীর সংখ্যা কম অন্যদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ভোটে কোন চুক্তিভিত্তিক কর্মী কে ফোর্থ পোলিং বা তার উপরে নিয়োগ করা যাবে না।এই পরিস্থিতিতে মহিলা পরিচালিত পিঙ্ক বুথ চালু করার ভাবনা।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories