




প্রতিদিনের কাজের সাথে স্মার্টফোন যেন এখন নিত্যসঙ্গী হয়ে গেছে সকলের কাছেই তা আর বলার প্রয়োজন রাখেনা। রোজের সোশ্যাল মাধ্যমে নিউজফিড স্ক্রলের পাশাপাশি ইউটিউবে ভিডিও নানানরকম দেখা, অনলাইনে শপিং করা থেকে শুরু করে গেম খেলা, হরেকরকম খাবার অর্ডার করা চলতেই থাকে। মানে দুনিয়ার এখন সবকিছুই এখন হাতের মুঠোয় বন্দি বলা যেতে পারে। আর তাই এই সমস্ত কাজের জন্য স্মার্টফোনেরও দরকার মানুষের মতো এনার্জির। অর্থাৎ চার্জের। আমরা ফোন তো চার্জ দিয়ে থাকি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক পদ্ধতি অবলম্বন করি না। যার কারণে ফোন গরম হয়ে যাওয়ার মতো নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। শুধু তাই নয়, চোট জলদি কাজের সময় ঠিক করে চার্জও করা যায় না আমাদের অতিপ্রিয় স্মার্টফোনটি।
চার্জের সময় ফোন ব্যবহার না করা – আমরা অনেকেই ফোন চার্জে দিয়ে নির্দ্বিধায় ফোন ঘেঁটে যাই। গেম খেলা হোক অথবা ভিডিও দেখা ফোন চার্জে থাকাকালীন ব্যবহার না করাই ভালো।
এরোপ্লেন মোড ও অ্যাপ ব্রাউজার – আমাদের অজান্তেই বেশিরভাগ সময় ফোনের মধ্যে থাকা বেশ কিছু অ্যাপ থাকে, যেগুলো প্রায় সময়ে খোলা থাকে। ফলে চার্জ হতে সময় লাগে বেশি। তাই ফোন চার্জে বসানোর আগে ফোনের সমস্ত খোলা ব্রাউজারগুলি বন্ধ করে সেই সাথে ফোনের এরোপ্লেন মোড চালু করে চার্জে বসানো উচিত।
সুইচড অফ – ফোন সুইচড অফ করে চার্জে বসালে, ফোন চার্জ হতে অনেক কম সময় লাগে। কারণ সেই সময় ফোনের ডাটা বা নেট কানেকশন বন্ধ থাকে।
তাছাড়া, ফোনের ব্যাটারি ২০ শতাংশের নীচে নামার আগেই বসাতে হয় চার্জে। এউএসবি (USB) দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বা ল্যাপটপে মাধ্যমে ফোন চার্জ না করে সরাসরি দেওয়াল সকেটের মাধ্যমে ফোন চার্জ করলে দ্রুত কাজ সম্ভব হয়।
Report – Swarnalye Paul
