



ভারতের গর্বের দিন।বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হল চন্দ্রযান 3 র। LVM3 রকেটের সাহায্যে চন্দ্রযান 3কে উৎক্ষেপণ করা হয়।চাঁদের উদ্দেশ্য এই নিয়ে তৃতীয় অভিযান ISRO র।এর আগে চন্দ্রযান ২ সফলতা পায় নি।চন্দ্রযান ৩ র চাঁদের মাটি ছুঁতে সময় লাগবে ১মাস।অবতরণ সফল হলে এক চন্দ্র দিবস অর্থাৎ পৃথিবীর হিসেবে প্রায় ১৪ দিন কাজ করতে পারবে চন্দ্রযান৩। তবে এর আগে যত মহাকাশযান চাঁদের মাটি ছুঁয়েচে সবকটিই প্রায় মোটামুটি চাঁদের বিষুবরেখার উত্তর বা দক্ষিণ অক্ষাংশের কয়েক ডিগ্রি এদিক ওদিক করে অবতরণ করেছে। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে কোন মহাকাশযানের অবতরণ ঘটতে চলেছে। বিজ্ঞানীদের মতে চাঁদের নিরক্ষীয় অঞ্চল মহাকাশযান অবতরণের জন্য নিরাপদ।সেই তুলনায় মেরুপ্রদেশের পরিবেশ সম্পূর্ণ বিপরীত। প্রতিকূলতা সত্বেও ISRO দক্ষিণ মেরুকেই বেছে নিয়েছে কারণ চাঁদের ওই অংশ অনাবিষ্কৃত থেকে গেছে।
Report – Anita Das
