



মণিপুর ইস্যুতে এবার উত্তাল হয়ে উঠেছে রাজভবন।বিজেপি শাসিত মণিপুর রাজ্যের বর্তমান অবস্থা খুবই ভয়ংকর। জাতিদাঙ্গায় বিধ্বস্ত সাধারণ মানুষ। মহিলাদের উপর চলছে পাশবিক অত্যাচার যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে।চারিদিক থেকে অশান্ত মণিপুর। অথচ এই অবস্থায় সরকারের তরফে নেওয়া হচ্ছে না কোন ব্যবস্হা।প্রধানমন্ত্রী কেন হস্তক্ষেপ করছেন না? কেন তিনি নিশ্চুপ?এই সমস্ত প্রশ্ন সামনে রেখে মণিপুরের এহেন অবস্থার পরিবর্তন ঘটাতে, চরম বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে,অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ও সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার দাবিতে কলকাতার রাজভবনের সামনে প্রদর্শিত হল প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষোভ দেখায় কংগ্রেস সমর্থকরা।কংগ্রেস কর্মীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারী দিতেও দেখা যায়।
Report – Anita Das
