এবার রুপোলি পর্দায় জ্যোতি বসুর বায়োপিক, নাম ভূমিকায় কে?
এবার রুপোলি পর্দায় জ্যোতি বসুর বায়োপিক, নাম ভূমিকায় কে? বাংলা তথা ভারতীয় রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। একটানা তেইশ বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির বহু আশার আলো এবং আক্ষেপের অন্ধকারও বটে। কারণ ‘ঐতিহাসিক ভুলে’ ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া। বলা বাহুল্য তিনি জ্যোতি বসু। এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি! জ্যোতি আবেগে শান দিতে এবার তাঁকে