



গত ৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত ভোট। ফল প্রকাশিত হয়েছে ১১ই জুলাই। অথচ এখনো গঠিত হয়নি ত্রিস্তরীয় বোর্ড। এর কারণ ভোট মিটেও যেন মেটেনি। ফলাফল আদালতের বিচারাধীন। তবে বোর্ড গঠনের বিষয়ে কোন স্থগিতাদেশ দেয়নি আদালত। ভোট হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে বিরোধী রাজনৈতিক দল।আর একারণেই একদিকে যেমন পঞ্চায়েত জয়ী প্রার্থীদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে অন্যদিকে পঞ্চায়েত এলাকাগুলি নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বোর্ড গঠিত না হলে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব চলে যাবে জেলা শাসকদের হাতে।আর তাই ১৬ই আগষ্টের মধ্যে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ ভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
