



শ্বাসকষ্ট জনিত সমস্যায় গতকাল উডল্যান্ডস এ ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে।সূত্রের খবর,তিনি বাইল্যাটারেল নিউমোনিয়ায় আক্রান্ত। রয়েছে ফুসফুসের দুদিক থেকেই সংক্রমণ যেটা ভীষণভাবে ভাবাচ্ছে চিকিৎসকদের।শরীরে একদিকে অক্সিজেনের মাত্রা কমছে অন্যদিকে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা বেড়ে গেছে। তাছাড়াও শরীরে অতিরিক্ত মাত্রার ক্রিয়েটিনিন ও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। নন -ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ওনাকে স্থানান্তরিত করা হয়েছে ইনভেসিভে। চিকিৎসারত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।যান সূর্যকান্ত মিশ্র।এছাড়া হাসপাতালে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুস্হতার ব্যাপারে প্রত্যকেই আশাবাদী । যদিও চিকিৎসকরা জানাচ্ছেন উনি সঙ্কটমুক্ত নন।আগামী ৪৮ ঘন্টার আগে কিছু বলা যাবে না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
Report – Anita Das
