



বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।ওনার আরোগ্য কামনা করেছেন অন্যান্য সব নেতা নেত্রীরা।হাসপাতালে দেখতে এসে মিডিয়ার সামনে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন ওনার মতো সৎ রাজনীতিবিদ বিরল।বুদ্ধদেব বাবুর অসুস্হতার খবরে তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও বললেন– বাংলার রাজনীতির জগতে যে কয়েকজন ভালো মানুষ আছেন বুদ্ধদেববাবু তাঁদের মধ্যে অন্যতম।শতাব্দী রায় এও বলেছেন এর আগেও উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবার বাড়ী ফিরে গিয়েছিলেন, এবারেও সুস্হ হয়ে তিনি বাড়ী ফিরবেন। অসুস্থ বুদ্ধদেব বাবুর আচ্ছন্ন ভাব কিছুটা কাটলেও বিপদ মুক্ত নন এখনও।
