



নুসরতের বিরুদ্ধে প্রায় ২৪কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে সোমবার ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ৪৮ ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডাকলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। দুপুর ২:৩০ এ আসার কথা থাকলেও সেই সময় পেরিয়ে যাওয়ার অনেক পরেই আসেন তিনি। সাংবাদিক বৈঠকে জানালেন তিনি কোনরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে নুসরত জাহানের একটি সংস্থা ব্যাঙ্কের বহু কর্মীর কাছ থেকে প্রচুর টাকা নেয়। অথচ কারোকেই দেওয়া হয়নি ফ্ল্যাট। অভিযোগ, উল্টে সেই টাকায় নুসরত কিনেছে বিলাসবহুল ফ্ল্যাট। এই সব অভিযোগের জবাব দিতেই তৃণমূল সাংসদ বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন। নুসরতের দাবি,তিনি ২০১৭ সালে ঐ কোম্পানি থেকে পদত্যাগ করেন। আরও জানান তিনি ফ্ল্যাট কেনার জন্য ঐ সংস্থা থেকে ১ কোটির ও বেশি টাকা ঋণ নিয়েছিলেন। পরে সুদ সমেত তা ফেরত ও দেন। অভিযোগ প্রসঙ্গে আরও বলেন,এরকম কোন কাজ তিনি করেননি আর ভবিষ্যতেও করবেন না। তবে বৈঠক শেষ হওয়ার আগেই সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে মাঝপথে উঠে চলে যান। এদিকে নুসরতের সাংবাদিক বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করেন শঙ্কুদেব পান্ডা। তাঁর দাবি,এই দুর্নীতির সঙ্গে তৃণমূল সাংসদ নুসরত জাহান জড়িত। তাঁর আরও অভিযোগ, দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত।সেই টাকায় ফ্ল্যাট কিনেছেন।
Report – Anita Das
