News United India

যাদবপুর কান্ডে অভিযুক্ত সৌরভের মুখেই কিনা ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

গরীব বলে মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে –প্রিজন ভ্যানে বসে এমনই দাবি যাদবপুর ছাত্রমৃত্যুতে অভিযুক্ত সৌরভ চৌধুরীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু হয় পড়ুয়া স্বপ্নদীপের। এই অস্বাভাবিক মৃত্যুতে সবচেয়ে বেশি জোরদার হয়েছে রাগিং তত্ত্ব। অথচ ঘটনার দিন মেন হোস্টেলে রাতে কোন রাগিং হয়নি এমনটাই জানাচ্ছে অভিযুক্ত প্রাক্তনী সৌরভ। স্বপ্নদীপ কুন্ডু নিজেই করিডোর থেকে ঝাঁপ দিয়েছে..বলছেন সৌরভ চৌধুরী। রাগিং এর অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তাকেই গরীব বলে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে সাফ জানাচ্ছে হোস্টেলের ‘বাবা’ সৌরভ। যাদবপুর কান্ডে ধৃতদের কয়েকজনকে আলিপুর আদালত থেকে প্রিজন ভ্যানে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।সেই সময় সাংবাদিকরা ঘিরে ধরে।প্রিজন ভ্যান থেকে শান্ত গলায় জবাব প্রাক্তনী সৌরভের। জানিয়েছে, সমস্ত অভিযোগ মিথ্যা।আমরা অপরাধ করিনি।আমরা অপরাধী নয়। গরীব বলে বিচার পাচ্ছিনা। এমনকি জানিয়েছেন তাঁর চোখের সামনেই বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ঐ পড়ুয়া। তবে জিবি বৈঠক প্রসঙ্গে কোন সদুত্তর পাওয়া যায়নি সৌরভের কাছ থেকে। পাল্টা ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন ধৃত সৌরভ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতদের বয়ানে মিলছে অসঙ্গতি। নিজেদের বাঁচানোর চেষ্টা করছে অভিযুক্তরা…ধারণা পুলিশের।

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories