



শুভক্ষণ প্রায় হাজির। চন্দ্রযান -৩ অবতরণের দৃশ্য সম্প্রচারিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগেই টুইট করে সুখবর দিল ইসরো। দুটি ছবি টুইট করে ইসরো জানিয়েছে অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স (ALS) শুরু করতে প্রস্তুত। ল্যান্ডিং মডিউলটি নির্ধারিত বিন্দুতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। এর জন্য নির্ধারিত সময় রয়েছে ৫.৪৪। জানা যাচ্ছে ধাপে ধাপে গতি কমিয়ে শেষ ২০ মিনিটে চন্দ্রপৃষ্ঠে পালকের মতো নেমে আসার কথা বিক্রমের। অবতরণের পর ল্যান্ডারের মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান যেটি চাঁদের পৃষ্ঠে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে।
গত ১৪ ই জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩। ৫ই আগস্ট চাঁদের কক্ষপথে এটি প্রবেশ করেছিল।তারপরই শুরু হয়েছিল ISRO র জন্য চ্যালেঞ্জিং পর্যায়। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নজির গড়তে চলেছে ভারত
Report – Anita Das
