



যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর অনেকগুলো দিন কেটে গেলেও হয়নি তেমন কোন সুরাহা। এখনো বসেনি সিসিটিভি। কিভাবে মৃত্যু তা নিয়ে চলছে তদন্ত। ছাত্রমৃত্যুর পর আজ যাদবপুর বাঁচাও অভিযানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাদবপুরের দিকে। ব্যারিকেড ভাঙতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অনুমতি নেই মিছিলে–জানিয়েই মিছিলে দফায় দফায় বাধা দেয় পুলিশ। সার্দান অ্যাভিনিউ,গোলপার্ক,যাদবপুর মোড়ে চলে ধরপাকড়।এছাড়াও যাদবপুর বাঁচাও মিছিল করে বিজেপি যুব মোর্চাও। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী,অগ্নিমিত্রা আরো অনেকে।
