



২৭ শে আগস্ট, রবিবার সন্ধ্যায় টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তির সামনে চলন্ত এক বাইক আরোহীর হাত ধরে টানল কর্তব্যরত একজন হোমগার্ড।ঐ বাইক আরোহী ধাক্কা সামলাতে না পেরে আরো দুটি বাইককে ধাক্কা মারে। পড়ে গিয়ে একজনের হাত ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে ঘুষি মারে ঐ হোমগার্ড।আহত বাইক আরোহীরা যন্ত্রনায় ছটফট করতে থাকলেও কোনরকম সহযোগিতা করেননি ঐ হোমগার্ড। ঘটনায় জনতা উত্তেজিত হয়ে পড়লে অন্য একজন হোমগার্ড আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চারিদিকে ক্রমাগত দুর্ঘটনা ঘটতে থাকলেও হুঁশ নেই প্রশাসনের…দাবি সাধারণ মানুষের।
Report – Anita Das
