



চাঁদের পর এবার লক্ষ্য সূর্য। ২৮ শে আগস্ট ইসরো জানিয়েছিল তাদের সোলার মেশিন লঞ্চ হতে চলেছে ২রা সেপ্টেম্বর। কথা মতো ২ রা সেপ্টেম্বর শনিবার ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আদিত্য এল ১ পাড়ি দিল সূর্যের উদ্দেশ্যে। PSLV-C57 রকেটে চেপে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল সৌরযানটি।
ফের মহাকাশে ইতিহাস রচনার পথে ইসরো। যন্দ্রযান-৩ এর সাফল্যের পর আদিত্য এল ১। তবে চাঁদের থেকে সূর্যের পথে যাওয়া বেশি কঠিন।কারণ সূর্যের তেজ এড়িয়ে লক্ষ্যে পৌঁছানো রীতিমতো কঠিন কাজ। পৃথিবী থেকে১৫ লক্ষ কিমি দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হল আদিত্য এল ১ মহাকাশযানকে। সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট এল L1 এ অবস্থান করবে আদিত্য। ইসরো সূত্রে জানা যাচ্ছে,সূর্যে পৌঁছাতে আদিত্য এল ১ এর সময় লাগবে প্রায় ৪ মাস। সূর্যের বাইরের সবচেয়ে উতপ্ত স্তর এর যাবতীয় তথ্য এই সৌরযান তুলে দেবে ইসরোর হাতে।আদিত্য এল ১ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সূর্যগ্রহন,সৌরঝড় এই সমস্ত কিছুর সাক্ষী থেকে এই সব ছবি তুলে ইসরোকে পাঠাবে সৌরযান আদিত্য এল ১।জানা যাচ্ছে আদিত্য এল ১ পরীক্ষা নিরীক্ষা চালাবে কয়েক বছর ধরে।
Report – Anita Das
