



আজ যে কুঁড়ি, কাল সে প্রস্ফুটিত ফুল—-ঠিক তেমনি আজ যারা পড়ুয়া আগামী দিনে তাদেরই কেউ কেউ হয়ে উঠবে মানুষ গড়ার কারিগর। আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। আজ ৫ ই সেপ্টেম্বর… সারা ভারত জুড়ে পালিত হয় শিক্ষক দিবস।
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি,পন্ডিত, দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৮৮ এর ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এই মহা মানবের জন্মদিনই পালন করা হয় শিক্ষক দিবস হিসেবে। যদিও নিজের জন্মদিন পালনে অনীহা ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণনের। তাই জন্মদিন হিসেবে নয়,দেশের সমস্ত শিক্ষকদের দিবস হিসেবেই এই দিনটি পালন করার কথা জানিয়েছিলেন তিনি।আজও সেই ঐতিহ্যই বয়ে চলেছে।
এই দিনটি সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা জানানোর দিন। কথায় বলে শিক্ষক মানুষ গড়ার কারিগর। একটা শিশু যখন স্কুলে আসতে শুরু করে তখন শিক্ষক মহাশয়রা যে শুধু তাদের লেখাপড়াতেই সাহায্য করে তাই নয়—সভ্যতা, ভদ্রতা,আচার-আচরণ সমস্ত রকম সুশিক্ষা দিয়ে থাকেন যাতে করে প্রত্যেকটি পড়ুয়াই মানুষের মতো মানুষ হয়ে উঠে। একজন শিক্ষকই তাঁর ছাত্রছাত্রীদের জীবনের পথে এগিয়ে যেতে সঠিক দিশা দেখান। এজন্যই শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়।
শুভ শিক্ষক দিবস…
Report – Anita Das
