



দ্য রেড ফাইলস ছবির স্পেশাল স্ক্রিনিং এ চাঁদের হাট
মুক্তি পেয়েছে কিংশুক দে পরিচালিত, মিনু পারেখ ও নিলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট এর ছবি ‘ দ্য রেড ফাইলস’ ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেলো সাড়ম্বরে। ছবির কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক তারকা। পরিচালক কিংশুক দে, প্রযোজক মিনু পারেখ ও নিলেশ পারেখ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, জুঁই সরকার, তানিকশা রায়, অভীরুপ চৌধুরী, সঞ্জীব ঘোষ, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার ছাড়াও অনেকে। ছবির সংগীত পরিচালক সৌম্য ঋত!
ছবির কাহিনীতে উঠে এসেছে ১৯৯০ এর বানতলা ধর্ষণ কাণ্ডের সত্য ঘটনা। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি।
ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী।
এদিন পরিচালক কিংশুক দে ছবির বিষয়ে বলেন, “আমাদের ছবির শুভমুক্তি হয়েছে। এখন ছবি নিয়ে মানুষের উন্মাদনা প্রত্যক্ষ করছি, যদিও কলকাতা শহরে আমাদের খুব বেশি হল দেওয়া হয় নি, নন্দন সহ একাধিক সরকারি হলে এই ছবিকে জায়গা দেওয়া হলো না, মানুষ ছবির প্রভূত প্রশংসা করছেন যদিও, সেটাই আসল প্রাপ্তি, হল নিয়ে কোনো রাজনীতির স্বীকার হয়েছি কিনা জানি না, তবে যে রকম প্রতিরোধ আসছে, মনে হচ্ছে সত্যি বলেছি বলেই এত সমস্যা । খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরী করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর আজ রেড ফাইলস মানুষের কাছে পৌঁছে দেওয়ার গেছে। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালীর বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। শুধু বানতলা ধর্ষণ কাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণ এর প্রতি সোচ্চার প্রতিবাদ এই ছবি।”
