
অপেক্ষা আর মাত্র কিছু সময়ের, তারপরই চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান ৩
আজ হল সেই বহু প্রতীক্ষিত দিনটি, যার জন্য গোটা ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছে টেলিভিশেনের দিকে, আকাশের দিকে। হ্যাঁ, আজ অর্থাৎ ১৪ই জুলাই ইসরো থেকে চাঁদের উদ্দেশ্যে ২.৩৫ মিনিটে যাত্রা শুরু করতে চলেছে চন্দ্রযান ৩। কাইন্টডাউন চলছে তারই। তবে শুধু ভারতই নয়, অপেক্ষা করছে গোটা বিশ্ব। চাঁদের মাটিতে পদার্পণের সময় তার কক্ষপথে থাকা চন্দ্রযান ২ এর
