



মণিপুরের ঘটনায় উত্তাল দেশ।পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যান মন্ত্রী হিসেবে শশী পাঁজা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি মণিপুর নিয়ে কি করলেন?সেখানে এত কিছু ঘটে যাওয়ার পরও কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেখানে যায়নি? কেন বিজেপির তরফ থেকে কারোর সেখানে দেখা নেই? জাতীয় মহিলা কমিশন থেকে ঘটনার ৩৮দিনের মাথায় যে অভিযোগ করা হয়েছিল তার কোন ব্যবস্হা কেন নেওয়া হয়নি?প্রধানমন্ত্রী কি রাজধর্ম পালন করছেন? মালদায় যে ঘটনাটি ঘটেছে তাতে রাজনৈতিক রং চড়ানোর কোন মানেই হয়না।এটা একটা চুরির ঘটনা। চোর অপবাদ দিয়ে তাদের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ব্যবস্হা নিচ্ছে। শশী পাঁজা আগেই বলেছিলেন যদি প্রধানমন্ত্রী সময়মতো পদক্ষেপ নিতেন তাহলে মণিপুরে এতটা ভয়াবহ আকার ধারণ করত না।সবশেষে এটাই বলেছেন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে সমস্ত দায় নিতে হবে না হলে গদি ছাড়তে হবে।
Report – Anita Das
