



মণিপুরে দুই মহিলা নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল যখন দেশ তখন এই মুহূর্তে ধর্ষণের অপরাধে ফাঁসির সাজা শোনাল মেদিনীপুর আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২১ এর ৩রা মে।পিংলার দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন বিচারক কুসুমিকা দে মিত্র। কলেজ পড়ুয়া ঐ তরুণীর নৃশংস খুনের ঘটনায় দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর,অভিযুক্ত তিনজনই মৃতার বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে এসেছিল।মালিকের মেয়েকেই ধর্ষণ করে খুন করে দুই রাজমিস্ত্রী আর তাদেরকে এই কাজে সাহায্য করে এক মহিলা শ্রমিক। একজন মহিলা হয়ে অন্য এক মহিলার এরকম সর্বনাশে কিভাবে ভূমিকা নিতে পারে তাই ভেবে অবাক সকলে।আদালতের এই রায়কে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে আদালত চত্বরে। অন্যদিকে মেয়েকে আর কোনদিন ফিরে পাবে না জেনেও ২বছর পর হলেও দোষীরা শাস্তি পাওয়ায় খুশি মৃতার পরিবার।
Report – Anita Das
