
ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল—- শুরুতেই ভারত খেল ঝটকা
একটা একটা প্রহর অপেক্ষা করেছে সারা ভারতবাসী, কখন সেই মুহূর্ত আসবে। অবশেষে অপেক্ষার অবসান। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল খেলা শুরু। টসে জিতে ও বল করার সিদ্ধান্ত কামিন্সের। প্রথমে ব্যাট ধরে একটা ভালো রানের অপেক্ষায় প্রত্যকেই।তবে শুরুতেই ঝটকা ভারতের। ৪ রানে আউট হন শুভমন গিল। তারপর বিরাট কোহলি নামেন ক্রিজে। রোহিত ও বিরাটের জুটি বেশ কিছুটা