News United India

বালেশ্বরের স্মৃতি উস্কে দিল বাঁকুড়া র ওন্দা…. লাইনচ্যুত মালগাড়ি… ট্রেন চলাচলে বিঘ্ন… নাকাল যাত্রীরা

এখনও বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার স্মৃতি জগজগ করছে প্রায় সবারই মনে।আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার বাংলায়।দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি র উপর উঠে গেল আর একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া র ওন্দা স্টেশনের কাছে। দীর্ঘ সময় ধরে স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে।ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ি র মোট ১২ টি বগি লাইনচ্যুত হয়।বিষ্ণুপুরগামী মালগাড়ি র চালক গুরুতর জখম বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। ফলস্বরূপ অসুবিধায় পড়তে হয়েছে যাত্রীদের

Report – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories