



খাস কলকাতায় পিটিয়ে খুনের অভিযোগ। মদের দোকানে লাইনে দাঁড়ানো নিয়ে বাঁধে ঝামেলা। এরপর দোকানের ভিতর থেকে একজন বেরিয়ে এসে একজনকে মারতে শুরু করে। মৃত্যু হয় ঐ ব্যক্তির।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি মদের দোকানে। ঘটনাস্থলে পৌঁছেচে কলকাতা পুলিশের ডিসি।স্হানীয় সূত্রে জানা যাচ্ছে, সুশান্ত মন্ডল নামের এক ব্যক্তি মদ কিনতে এসেছিল ঐ দোকানে। কিছুক্ষণের মধ্যেই দোকানীদের সাথে বাঁধে বচসা।এরপর ভিতরের একজন বেরিয়ে এসে সুশান্তকে বেধড়ক মারতে শুরু করে।স্হানীয়রা সুশান্ত কে উদ্ধার করে পাশে থাকা আমরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
Report – Anita Das
