করমন্ডল ট্রেন দুর্ঘটনায় নয়া মোড়
করমন্ডলের ট্রেন দুর্ঘটনায় ভয়াবতা, চোখের জল কাটতে না কাটতেই তদন্তে এলো নতুন মোড়। বালেশ্বরের সোরো সেকশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়ি সিল করে দিল সিবিআই। ওই যুবক এবং তাঁর পরিবার বালেশ্বরেই একটি ভাড়াবাড়িতে থাকতেন। করমণ্ডল দুর্ঘটনার পর থেকেই তাঁদের কারও দেখা মিলছে না। রেলের ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম আমির খান। তিনি সোরো সেকশনে সিগন্যাল নিয়ন্ত্রণের কাজের