



হত্যার চেষ্টা ভাইপোকে
কলকাতা:মানবিকতা আজ কতটা অন্তরায় তারই প্রমান হল এই ঘটনা হরিদেবপুরের নালন্দা পার্ক এলাকার অরবিন্দনগরের বাসিন্দা রুবি দেবীর অভিযোগ, রবিবার রাতে তাঁর সাত বছরের শিশু সন্তানকে ঠেলে পাতকুয়োর ভিতরে ফেলে দিয়েছেন তার জেঠু।
ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিবাদ। তার জেরে ভাইপোকে বিষাক্ত সাপ থাকে এমন কুয়োয় ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল জ্যাঠার বিরুদ্ধে। পুলিশ গ্রেফতার করেছে জ্যাঠাকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা ঘটেছে হরিদেবপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের নালন্দা পার্ক এলাকার অরবিন্দনগরের বাসিন্দা রুবি দেবী অভিযোগ করেন, রবিবার রাতে তাঁর সাত বছরের শিশু সন্তানকে ঠেলে পাতকুয়োর ভিতরে ফেলে দিয়েছেন মহেশতলার বাসিন্দা ওমপ্রকাশ কুয়ার। ওমপ্রকাশ মহেশতলার গ্রিনফিল্ড সিটির বাসিন্দা। তিনি রুবির স্বামী জয়প্রকাশ কুয়ারের ভাই। অভিযোগ, জয়প্রকাশ এবং ওমপ্রকাশের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। তার জেরেই জয়প্রকাশের সাত বছরের পুত্রকে ওমপ্রকাশ কুয়োয় ঠেলে ফেলে দেন বলে অভিযোগ। ওই ঘটনায় ওমপ্রকাশ-সহ কয়েক জনকে প্রাথমিক ভাবে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় তাঁকে। এ কথা জানিয়েছেন সাউথ-ওয়েস্ট ডিভিশনের ডিসি সৌম্য রায়। ওমপ্রকাশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তীব্র হিংসা আর সম্পত্তির দাবিতে একটা মানুষ কোথায় নেমে যেতে পারে তারই প্রমান এই ঘটনা।
Report – Snigdha Ghosh
