প্রেসিডেন্সি “নীতি পুলিশি” নিয়ে সরব পরিচালক
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়া-যুগলদের দেখলে কর্তৃপক্ষের নীতি-পুলিশির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব পড়ুয়াদের একাংশ। এ বার সরব হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।ক্যাম্পাসে পড়ুয়াদের নিভৃতে সময় কাটাতে দেখলেই অভিভাবকদের জানিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রেসিডেন্সির এই নীতিপুলিশিকে কটাক্ষ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বক্তব্য, ‘যাহ বাবা! কলেজে প্রেম করবে না তো কি ধাপার মাঠে প্রেম করবে?’ সৃজিতের এই পোস্টে হাসির
