



ইন্ডিয়ান অয়েল এর ভাবনায় এলো এক নতুন ভাবনা “জিজ্ঞাসা”।স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর ভাবনায় আজাদী কা অমৃত মহৎসব পালনে সারাদেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিল ইন্ডিয়ান অয়েল। গত ২৫ শে জুন রবিবার তারই আঞ্চলিক স্তরে প্রতিযোগীতা অনুষ্ঠিত হল।
গোটা দেশে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১০,০০০০০ ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এমনকি স্পেশাল চাইল্ডরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রথমে অনলাইন মাধ্যমে এবং তারপর লোকাল স্তরে পেরিয়ে এবার আঞ্চলিক স্তরে অনুষ্ঠিত হল। আঞ্চলিক স্তরে বিজয়ীরা দেশীয় স্তর কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করবে। বিজয়ী প্রার্থীদের জন্য থাকবে ১০ লাখ টাকা পুরস্কার।
ঐদিন প্রধান অতিথি ছিলেন কে ভি রামানামূর্থী, এল কে এস চৌহান। শ্রী আনুরাগ শুক্লা, প্রফেসর স্মৃতি কুমার সরকার এবং সোমা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই দিনের চিফ গেস্ট। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের ছাত্র ছাত্রীরা যারা ভবিষ্যৎ প্রজন্ম যাদের হাতেই ভোটাধিকার তারা দেশ সম্বন্ধে যেন আরও একটু বেশি জিজ্ঞাশু হয়। অনবদ্য এই ভাবনায় ইন্ডিয়ান অয়েলের সাথে থেকেছে ছাত্রছাত্রীরা তাদের অসম্ভব বুদ্ধি ও দৃঢ়তা সঙ্গে। মোট পাঁচটি রাউন্ডে কুইজ প্রতিযোগিতায় প্রত্যেক মুহূর্তে ছিল নতুন চমক।
প্রযুক্তি ও জ্ঞান কে সাথে নিয়ে ইন্ডিয়ান অয়েলের এই ভাবনা আগামী প্রজন্মে জ্ঞানের দৃষ্টি উন্মোচনে সফল ভূমিকা পালন করেছে।
Report – Snigdha Ghosh
