
কলম্বোয় রবিবাসরীয় ফাইনালে ম্যাচ জিতল ভারত
ফাইনালকে ঘিরে উন্মাদনার অন্ত ছিল না।বিশেষ করে কলম্বোয় খেলা হওয়ায় আর ফাইনালে শ্রীলঙ্কা থাকায় শ্রীলঙ্কার ছবিটাই ছিল অন্য। কিন্তু সেখানকার উত্তাপে যেন জল ঢেলে দিল ভারত। কলম্বোয় রবিবাসরীয় ফাইনালে ম্যাচ জিতে নিল রোহিতের দল। ফাইনালে দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রায় কোমর ভেঙে দেন মহম্মদ সিরাজ। সিরাজ ও বুমরার বোলিং এশিয়া কাপ জয়ের আশা দেখিয়েছে








