News United India

চেনা মাঠ ও যেন ভারতের কাছে অচেনা—হাতছাড়া বিশ্বকাপ ট্রফি

দশ – দশটা ম্যাচে জয় লাভ করার পর ফাইনাল ম্যাচে ভারতের এইরকম পারফরম্যান্স কেউই আশা করেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেটাররা। এত ভালো ফর্মে থাকা সত্বেও টেনেটুনে ২৫০ রান করতে পারলনা ভারত। যদিও প্রথম দিকে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন রোহিত শর্মা। কিন্তু হঠাৎ উইকেট পতন কাল হয়ে দাঁড়ায়। চাপের মুখে পড়ে যায় রোহিত,বিরাট সকলেই।

ভালো রান তুলতে না পেরে বলের উপরেই ভরসা করতে হয় ভারতকে। কিন্তু সেখানে ও ধাক্কা খেল ভারত। শুরুটা যদিও খুব ভালো হয়েছিল — ৫০ রানে তিন তিনটে উইকেট। কিন্তু তারপর আর হেড ও লাবুসচাগনে জুটিকে ভাঙতে পারল না শামি থেকে শুরু করে বুমরা কোনো বোলারই। পারল না কমিয়ে রাখতে রান রেট। ৪২ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় লাভ করল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পরাজয় স্বীকার করল ভারত।

Repost – Anita Das

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read More

Top Stories