



রবিবারে দুচোখে শুধুই বিশ্বকাপ ফাইনাল জেতার স্বপ্ন সারা ভারতবাসীর। তবে এবারের বিশ্বকাপে জয়লাভের পাশাপাশি অন্যতম চর্চিত বিষয়ে রয়েছেন শচীন তেন্ডুলকরের কন্যার সারার হবু বর শুভমন গিল। ফাইনালে পৌঁছে গিলের কাছে ১৯৯৬ এর শচীন তেন্ডুলকর কে টপকে যাওয়ার সুযোগ। আর সেই কৃতিত্বের সাক্ষী হতে ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছেন সারা ও শচীন সকলেই। কিন্তু তা আর হল না। গিলের স্বপ্ন ভেঙে হল খানখান। শুরুতেই চূড়ান্ত পরাজয়। ৪ রানেই আউট হন শুভমন গিল। স্টেডিয়ামে বসে বিমর্ষ হয়ে গিলের প্যাভিলিয়নে ফিরে যাওয়া দেখলেও ট্রফি জেতার স্বপ্ন জিইয়ে রেখেছেন শচীন তেন্ডুলকর।
