
২০০৩ এর পর ২০২৩– মাঝে ২০ টা বছর —বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে ও ব্যাটিং নয়, বোলিং এর সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। এই সিদ্ধান্ত ফের মনে করাল ২০০৩ এর সৌরভ গাঙ্গুলির সিদ্ধান্তকে। সেখানে গাঙ্গুলিও নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। তবে এবারে অজি অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক তা প্রমান করে দিল ভারতের দ্রুত উইকেট পতন। শুরুতেই ৪ রানে শুভমন গিল। তারপর একে একে রোহিত শর্মা, আয়ার, কোহলি। কে এল রাহুল উইকেট বাঁচাতে একটু ধরে খেলার চেষ্টা করে কিছুটা রান এগিয়ে দিলেও শেষ রক্ষা হলনা। কে এল রাহুল ৬৬ রানে আউট হন। তারপর আবার একের পর এক ঝটকা ভারতের। দ্রুত উইকেট পতন। ২০০ রান হবে কি না তাই ভেবে অস্থির হয়ে উঠেছিল দর্শকমহল। যাইহোক শেষ পর্যন্ত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে ভারত। এই পরিস্থিতিতে ভারতবাসী যার উপর সবচেয়ে বেশি ভরসা করছে তিনি হলেন মহম্মদ শামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছিলেন শামি। তারই পুনরাবৃত্তির অপেক্ষায় সারা ভারতবাসী। ২৪১ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাজিমাত কি করতে পারবে ভারত…. সেটাই দেখার বিষয়।
Report – Anita Das

2 Comments
z5b795
lqimu2