বৈবাহিক জীবনের ১১ বছর পেরিয়ে সুখবর দিলেন এই দক্ষিণী তারকা দম্পতি
টলিপাড়ায় বইছে খুশির জোয়ার। বিয়ের ১১ বছর পর বাবা-মা হলেন রাম চরণ (Ram Charan) ও তাঁর স্ত্রী উপাসনা (Upasana Kamineni)। খুশির খবরটি এল ২০ জুনের ভোরবেলা। ১৯ জুন রাতে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে উপাসনা জন্ম দিয়েছেন একটি কন্যাসন্তানের। হাসপাতালে ভর্তি হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে অনেক ভিডিওতেই উপাসনাকে রাম চরণের সাথে হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। পরিবারে
