



‘ম্যাকবেথ’, উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) অন্য অনবদ্য নাটকগুলির মধ্যে একটি। যার গল্প কম বেশি আমরা সকলেই জানি। যেখানে ম্যাকবেথ (Macbeth) হলেন একজন দুঃসাহসী স্কটিশ জেনারেল। যিনি কিনা তিন ডাইনির (Three Witches) দ্বারা নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। জানতে পারেন স্কটল্যান্ডের রাজা হওয়ার কথা। এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তাঁর স্ত্রী লেডি ম্যাকবেথকে জানাতে তিনিও স্বামীর সুপ্ত বাসনার কথা আঁচ করতে পেরে লেগে পড়েন তখনের বর্তমান রাজা ডানকান’কে (Duncan) হত্যা করার ষড়যন্ত্রে। সফলও হন তাঁরা। স্কটল্যান্ডের নতুন রাজা হন ম্যাকবেথ। তবে ডানকানকে হত্যা করার অপরাধবোধ তাড়া করতে থাকে ম্যাকবেথকে। এরপর বাকি ঘটনা ধামাচাপা দিতে আবারও ম্যাকবেথকে হত্যা করতে হয় ব্যাঙ্কোকে (Banquo)। আবারও ম্যাকবেথের পিছু ছাড়েনা নতুন হত্যার অপরাধবোধ। তবে শেষ পর্যন্ত ম্যাকবেথের মৃত্যু ঘটে সেই ব্যাঙ্কোর পুত্রের হাতেই।
এই ম্যাকবেথ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়ে পরিচালক রাজর্ষি দে’র নতুন ছবি ‘মায়া’ (Mayaa)। তবে ছবিতে নেই সেই পুরনো ম্যাকবেথের গল্প, রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি নারীর গল্প। যার নাম ‘মায়া’। যাকে পদে পদে হতে হয়েছে বিভিন্ন লাঞ্ছনার শিকার, হয়েছে অপদস্ত সমাজের মানুষের কাছে। আর এইসব বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প রয়েছে ছবি ‘মায়া’তে। যার ট্রেলার (Trailer) দর্শকদের কাছে পৌঁছে গেছে অনেক আগেই। এই ছবিতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশী অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে। এটি হল মিথিলার প্রথম বাংলা ছবি। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে কনীনিকা ব্যানার্জী, সুদীপ্তা চক্রবর্তী, তানুশ্রী চক্রবর্তী, রনিতা দাস, রিচা শর্মা, রাতাশ্রী দত্ত, সুদীপ্তা ব্যানার্জী, সায়ান্তনী গুহঠাকুরতা, দেবলীনা কুমার, গৌরব চ্যাটার্জী, কমলেশ্বর মুখার্জী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চ্যাটার্জী, ইশান মজুমদার, রোহিত ব্যানার্জী, অসীম রায় চৌধুরী, রাহুল অরুণোদয় ব্যানার্জী ও কান সিংহ সোধা।
২৭ জুন, মঙ্গলবার ডবল ডাউন ব্রিউপাব অ্যান্ড ক্যাফে’তে অনুষ্ঠিত হওয়া একটি সংবাদ সম্মেলনে উপস্থিত U News’কে ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De) জানান, ‘মায়া’ ছবিটি হল ম্যাকবেথেরি আরেকটি রূপ। তবে একটু আলাদা। এই ছবিতে প্রথম বার কাজ করেছে উনিশ জন অভিনেতা-অভিনেত্রী। আর মায়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে। ছবিটি সম্পূর্ণ নারী দৃষ্টিকোণ থেকে করা। শেক্সপিয়র লিখেছিলেন একভাবে, আমরা উপস্থাপন করেছি আরেকভাবে এবং গান খুব গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ছবিতে। রণজয় ভট্টাচার্যের রচনা করা গানগুলো বেড়িয়েছে সারেগামাপা থেকে, যা হিটও হয়েছে খুব। সোমলতা, উজান এবং রুপঙ্কর গান গেয়েছেন এই ছবিতে। এরকম একটি ‘বোল্ড কন্টেন্ট’ বাংলাতে আগে কোনোদিনও হয়নি। তাছাড়া, অনেক আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ঠিকই। তবে সেন্সর বোর্ডের কাছে আটকে থাকায় দেরি হয়ে যায় মুক্তিতে। আগামী ৭ই জুলাই মুক্তি পাচ্ছে ‘মায়া’, তা দেখতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি দর্শককে।
অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) জানিয়েছেন যে, মায়া ছবিতে তাঁর চরিত্র হল মাইকেল। ম্যাকবেথে ম্যাকবেথ করার সুযোগ খুব কম অভিনেতাদেরই জীবনে আসে। পরিচালক রাজর্ষি দে’র কাছে এই সুযোগ পাওয়ায় কৃতজ্ঞ তিনি। তাঁর মতে, এই ধরনের চরিত্রে মকবুলের (Maqbool) ইরফান খানের (Irrfan Khan) মতো অনেক বাঘা-বাঘা তাবড়-তাবড় অভিনেতারা অভিনয় করেছেন। তাঁদেরই মতো এরম এক চরিত্রের অংশ হতে পেরে তিনি খুব খুশি।
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) বলেছেন যে, তাঁকে এই ছবিতে ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথের (Lady Macbeth) চরিত্রে দেখা যাবে। তিনি আরও জানান, শেক্সপিয়রকে নিয়ে ছবি করার জন্য দরকার সাহসের, যা সবার থাকে না। আর সেই সাহস রয়েছেন পরিচালকের।
সায়ান্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta) জানিয়েছেন, ‘মায়া’ ছবিতে চুমকি নামে একটি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। একজন নায়িকার যেমন আব-ভাব হওয়া উচিত, ঠিক তেমনি চুমকি রূপে দেখা যাবে তাঁকে। এছাড়া, কাজ অনেক প্রশংসাও করেন তনুশ্রী চক্রবর্তীর।
ইশান মজুমদার (Ishan Mazumder) নিজের চরিত্র সম্পর্কে বলেছেন, ইশানকে সাধারণত কর্পোরেট রূপেই দেখতে অভ্যস্ত দর্শক। তার অন্যথা হয়েনি এইবারেও। ম্যাকবেথের শাগরেদ বা ডান হাত ব্যাঙ্কোর চরিত্রে দেখা যাবে তাঁকে এই ছবিতে। তবে তাঁর চরিত্রের নাম বাসুদেব (Basudev)। যে হল আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত বিহারের একটি ছেলে। তাঁর চরিত্র ঠিক রাখতে যেমন ন্যাড়া হতে হয়েছিল, তেমনি খেতে হয়েছিল খইনি-গুটখাও। আর এই ব্যাঙ্কোর মতো চরিত্র পাওয়ার জন্য পরিচালকের কাছে কৃতজ্ঞ তিনি।
‘কন্টেন্ট ভালো হলে নিঃসন্দেহে ছবিও ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না। সবার মনে দাগ কাটবে এই ছবি’।, এমনটাই জানান অভিনেতা অসীম রায় চৌধুরী (Ashim Roy Chowdhury)। তিনি আরও বলেন যে, এই ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জের অনেক কৃতি শিল্পীরাও। তবে ‘মায়া’ তাঁকে দেখা যাবে ডেপুটি কমিশেনর পুলিশের (DCP) চরিত্রে।
‘মায়া’ ছবির অপর একটি চরিত্রের নাম অয়ন্তিকা (Ayantika)। যেখানে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রনিতা দাস’কে (Ranieeta Dash)। আগাগোড়াই তাঁকে দুষ্টু-মিষ্টি চরিত্রে ধরা দিতে দেখা গেছে দর্শকদের কাছে। তবে সর্বদাই বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুপ্ত বাসনা পোষণ করতেন নিজের মনে। এইরকম চরিত্র নিয়ে নাকি অনেকবারই আলোচনায় বসতেন তিনি। আর এবার নিজের মনের মতো চরিত্রে অভিনয় করতে পেরে বেশ খুশি রনিতা।
এদিকে অভিনেত্রী রাতাশ্রী দত্ত (Ratasree Dutta) নিজের চরিত্র নিয়ে এক আলাদাই খুশি প্রকাশ করেছেন। এরকম চরিত্র তাঁর কাছে প্রথম। তিনি জানান, ম্যাকবেথে তিনটে ডাইনি ছাড়াও ছিল দুই কথক (Narrator)। দেবলীনা কুমার ও তাঁকে সেই কথকের চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। শুধু তাই নয়, এই ছবি তাঁরা দুজন হলেন সমকামী বা লেসবিয়ান (Lesbian)।
সুতরাং, একটি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ নতুন ও সাসপেন্স সহ একটি ভিন্ন ধরনের ছবি দেখার সুযোগ পেতে চলেছি আমরা। অপেক্ষা শুধু ৭ই জুলাইয়ের।
Report – Swarnalye Paul
