



হইচই (Hoichoi) নিয়ে এলো পরিচালক অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) নতুন ওয়েব সিরিস ‘নিখোঁজ’ (Nikhoj)। ২৭ জুন ছিল সেই ওয়েব সিরিসের পোস্টার লঞ্চের সাংবাদিক সম্মেলন। এই ওয়েব সিরিসে স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) ও টোটা রায় চৌধুরীকে (Tota Roy Chowdhury) দেখা যাবে এক অন্য রপে।

সংবাদ মাধ্যমকে স্বস্তিকা জানান, তিনি এখানে একজন ও একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। যেখানে একটি মেয়ে তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে যায়। কিন্তু আর ফেরে না। সেই মেয়েটির মা হল স্বস্তিকা মুখার্জী। সেই সাথে একজন ডিসিপি। নাম বৃন্দা বাসু। যিনি কিনা নিজেরই মেয়ের নিখোঁজ হওয়ার তদন্ত নিজ হাতে করছেন।
হইচইয়ের সাথে কাজ করতে টোটার সবসময়েই ভালো লাগে। হইচই এখন তাঁর কাছে একটা পরিবারের মতো। যার কাছে আসলে চিন্তা করতে হয় না অন্য কোনো বিষয়, সবটাই সুন্দর করে সাজিয়ে, গুছিয়ে নেয় হইচই। যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, এমনটাই জানান অভিনেতা টোটা রায় চৌধুরী। তিনি নিজ চরিত্র সম্পর্কে আরও বলেছেন যে, নিজের মন মতো চরিত্রে পেয়েছেন তিনি। কখনও যদি কোনো চরিত্র ভালো না লাগে, সরাসরি সেই চরিত্র না করার সিদ্ধান্তও জানিয়ে দেন তিনি। নিজ চরিত্র সম্পর্কে অনেক কঠোর তিনি। শুধু তাই নয়, ওটিটি হোক কিংবা বড় পর্দা, সবদাই বিভেদ করতে নারাজ তিনি। তবে একটা সময় ছিল রোহিত সেনের অনেক নাম ডাক, তাতে তিনি কর্ণপাত করেন যে, তাকে স্মৃতির মনি কোঠায় রেখেছেন তিনি। তাই সেই স্মৃতি ধরেই সামনের যাত্রাপথকে লক্ষ্য করে এগিয়ে যেতে চান তিনি। এর আগেও ফেলুদা হিসেবে ওটিটি’র পর্দায় দেখা গিয়েছিল টোটা রায় চৌধুরীকে। ১১ আগস্ট হইচইয়ে (Hoichoi) মুক্তি পাচ্ছে ‘নিখোঁজ’।
Report – Swarnalye Paul
